৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মনজুর মেম্বার প্যানেলের চমক   ●  সাংবাদিক মাহিকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল    ●  মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছারের ব্যাপক গনসংযোগ   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত   ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ইয়াবা বিক্রির অভিযোগে এসআই ক্লোজড, আটক ১

খাগড়াছড়িতে ইয়াবা বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. সাইদুর নামে এক এসআইকে ক্লোজড করা হয়েছে। একই ঘটনায় অর্জুন বসাক (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ির মুসলিম পাড়া এলাকার চেঙ্গি নদীর পাড়ে ইয়াবাসহ অর্জুনকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, স্থানীয়রা অর্জুনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সদর থানার এসআই মো. সাইদুরের কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে জানায়। তাই প্রাথমিকভাবে এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, এসআই সাইদুরের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তদন্ত করা হবে। এরপর দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা কিংবা বিভাগীয় মামলা দায়ের করা হবে। এছাড়া আটক অর্জুনের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।