৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?   ●  মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মনজুর মেম্বার প্যানেলের চমক   ●  সাংবাদিক মাহিকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল    ●  মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছারের ব্যাপক গনসংযোগ   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত   ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

সময়ক্ষেপনের কৌশল কামারুজ্জামানের

ফাঁসির দড়িতে ঝুলতে সময় ক্ষেপনের কৌশল নিচ্ছেন জামায়াত নেতা কামারুজ্জামান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি এমনই কৌশল নিচ্ছেন বলে জানা গেছে।
ফাঁসির রায় কারাগারে পৌঁছেছে গতকালই। কিন্তু এখনও রায় কার্যকরে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
কারাগার সূত্রে জানা গেছে, কামারুজ্জামানকে গতকালই রায় পড়ে শুনানো হয়েছে। তিনি রায় শুনে সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নিয়েছেন।
তারই ধারাবাহিকতায় আজ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন কামারুজ্জামান।
কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবীরা সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কি না এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এ ব্যাপারে ভেবে দেখার সময় চেয়েছেন।
তবে কতদিন সময়, এ ব্যাপারে কামারুজ্জামানের আইনজীবীরা সাংবাদিকদের নির্দিষ্ট করে কিছু জানাননি।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত না তিনি সিদ্ধান্ত জানাবেন, ততক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর করা অনুচিত। আইনগতভাবেও এ রায় কার্যকর করা ঠিক হবে না।
ভেবে দেখতে কতদিন সময় চেয়েছেন কামারুজ্জামান-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, জেল কোড অনুযায়ী রায় যেদিন হয়, তারপর থেকে আসামির সাত দিন পর্যন্ত সময় পাওয়ার কথা।
এর আগে গতকাল বুধবার দুপুরে ৩৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতিসহ চার বিচারপতি। বুধবার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আফতাবউজ্জামান রায়ের কপিটি কারাগারে নিয়ে যান। সেখানে তিনি সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে রায়ের কপিটি হস্তান্তর করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।