১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১ | ৮ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে   ●  ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজার,ক্র্যাকের সভাপতি জসিম, সম্পাদক নিহাদ   ●  নতুন জামাতে রঙিন ১০০ শিশুর মুখ   ●  মহেশখালী উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরীর মৃত্যুতে জেলা আ’লীগের শোক

আরও ২৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন কুতুবদিয়ার ওসি

নিজস্ব প্রতিবেদকঃ নভেল করোনা ভাইরাস সঙ্কটে কক্সবাজার জেলা জুড়ে চলছে অঘোষিত লকডাউন। সরকারি ছুটির পাশপাশি লকডাউনের কবলে কর্মহীন হয়ে পড়েছে কুতুবদিয়া দ্বীপের শ্রমজীবী মানুষও। খাদ্য সঙ্কটে রয়েছে দিনমজুর ও দরিদ্র মানুষরা। এসব মানুষের মুখে খাবার তুলে দিতে ধনবান মানুষের পাশাপাশি এগিয়ে এসেছে থানা পুলিশ।

কুতুবদিয়া বড়ঘোপ এলাকার নতুনভাবে আরও ২৫০টি পরিবারের মধ্যে কুতুবদিয়া থানা পুলিশ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

জানা যায়, হোটেল সমুদ্র বিলাস কতৃপক্ষ এর সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান মাসে করোনা সঙ্কট মোকাবেলায় (২৫ এপ্রিল) দুপুরে এসব খাদ্য বিতরণ করা হয়েছে।

এর আগে কুতবদিয়া থানা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার একাধিক ইউনিয়নের প্রায় দেড় হাজারেরও অধিক দরিদ্র মানুষের ঘরে ঘরে ওসি মো. দিদারুল ফেরদৌস নিজেই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। পাড়া-মহল্লার যেসব দরিদ্র মানুষ আসতে পারেননি তাদের আবার ওসি রাতের আধারেই থানা পুলিশের সহায়তায় বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, ‘কক্সবাজার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে নিজেই খাদ্য বিতরণ করে যাচ্ছি। একেক দিন একেক স্থানে গিয়ে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করে থাকি।’ এছাড়া এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি।’

ওসি ফেরদৌস আরো বলেন, ‘যখন খাবার নিয়ে মানুষের কাছে যাই। তখন বোঝা যায় অনেক মানুষ অনাহারে আছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে সামান্য হলেও এই খাদ্য পেয়ে তারা খুব খুশি হয়। এই সঙ্কটের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দরিদ্রদের জন্য কুতুবদিয়া থানার পক্ষ থেকে খাদ্য সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে (ইনশাল্লাহ)।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।