১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা রাস্তার মাথায় উখিয়ামূখী একটি ইজিবাইক (টমটম) পুলিশ দেখে উল্টো ঘুরিয়ে পালানোর সময় ধাওয়া করে ইজিবাইক চালক টেকনাফের হ্নীলার উলচামরী এলাকার গুরামিয়ার ছেলে মো. মাইন উদ্দিন (২৫)কে আটক করা হয়।

পরবর্তীতে ইজিবাইকের ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভিতরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিটি সেন্ডেলে এক হাজার করে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।