১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

রামুতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আটককক্সবাজারের রামু’র কাউয়ারখোপ এলাকায় গৃহবধু হত্যার অপরাধে ঘাতক স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে জেলায় ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় ঘোষনা করেন। ২০১০ সালের ২৩ জুন স্বামীর ঘরে খুন হয় সিরাজুল হকের মেয়ে রোজিনা আক্তার (২২)। এ খুনের ঘটনায় নিহতের স্বামী মৃত নুর আহম্মদের ছেলে শাহ আলম (২৫) ও হত্যার সাথে জড়িত থাকা অপর ব্যক্তি আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৫) কে এই সাজা দেওয়া হয়।

আদালতের রায় ও রামু থানায় দায়ের করা হত্যা মামলার বর্ণনা অনুযায়ী, শাহ আলমের সাথে নিহত রোজিনা আক্তারের বিয়ের পর থেকে স্বামী ও শাশুর বাড়ির লোকজন নানাকরমে মারধর ও অত্যাচার করত।

সর্বশেষ ২০১০ সালের ২৩ জুন তাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী শাহ আলম, তার স্বামীর বোনের জামাই জসিম উদ্দিন, স্বামীর বোন খালেদা বেগম ও শাশুড়ি সফুরা খাতুন। হত্যার পর তারা নিহতের লাশ ওড়না প্যাঁচিয়ে ঘরের চালায় টাঙ্গিয়ে দেয়। আর এ ঘটনায় পরদিনই নিহত রোজিনার বাবা সিরাজুল হক রামু থানায় এ চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় সফুরা খাতুন ও খালেদা বেগম জামিন পেলেও শাহ আলম ও জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় ২০ হাজার টাকা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।