১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

রামু সমিতির সভা অনুষ্ঠিত

News-Picture.

ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির তীর্থভুমি রামুর ইতিহাস ঐতিহ্যকে লালন ও সংরক্ষণের পাশাপাশি রামুবাসির অর্থনৈতিকও সাংস্কৃতিক জীবন-ধারা সমুন্নত রাখার জন্য রামু সমিতি প্রশংসনীয় অবদান রাখছে এবং সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সু-সম্পর্ক গড়ে যেকোন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত করাই হবে সমিতির মূল লক্ষ। গত ১৭ এপ্রিল শহরের একটি অভিজাত হোটেলে রামু সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা একথা বলেন। সভায় স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোছাইনুল ইসলাম মাতব্র। সভায় বক্তব্য রাখেন, এড. শাহজাহান, এড. নুরুল হক, ডাঃ আবদুর নুর বুলবুল, উপাধ্যক্ষ ছলিমুর রহমান, মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক দেলোয়ার চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজুল্লাহ মোঃ হাসান, এড. রমিজ আহম্মদ, এড. এস্তাফিজুর রহমান, রশীদ নগর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, সাইফুল ইসলাম কলিম, গিয়াসউদ্দিন কোম্পানি, এড. নুরুল মোর্শেদ আমিন, ব্যাংক কর্মকর্তা ছালাহউদ্দিন, সাহেদুজ্জামান বাহাদুর, অধ্যাপক শহিদুল ইসলাম, এড. সিরাজ উদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, নুরুল হক কোম্পানি প্রমুখ। সভায় সমিতির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব গুলো সভায় গঠনতন্ত্রে অনুমোদন করা হয়। এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী রামু সমিতির সদস্য এড নুরুল মোর্শেদ আমিন এড. এস্তাফিজুর রহমান, এড. রমিজ আমহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কার্যকরি সদস্য ও কক্সবাজার সরকররী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিনের লেখা “ছড়ায় ছড়ায় স্বপ্ন কথা” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।