১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

রামু ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’

পুলিশই জনতা,জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের আওতাধীন কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্টিত হয়।
মঙ্গলবার বিকালে থানা প্রাঙ্গনে  রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিলের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্থা বেগম রীনা, থানার সেকেন্ড অফিসার মো. আজহারুল ইসলাম, কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি এডভোকেট মো. তাহের সিকদার, স্থানীয় মেম্বার রাজা মিয়া, মো. খলিল, কক্সবাজার ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মালেক, ৮নং মিঠাছড়ি কমিউনিটি পুলিশের সভাপতি  নুরুল ইসলাম সহ  থানার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
এসময় কক্সবাজার -চট্টগ্রাম হাইওয়ে সড়কে   বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন অফিসার ইনচার্জ। এসময় সড়কে শৃঙ্খলা ফিরাতে শ্রমিক সংগঠন, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ওসি।
উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।