১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

মহেশখালীর মাতারবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে স্থাপিত মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ করার সময় স্থানীয় এক শ্রমিক ডাম্পার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজেম উদ্দীন। সে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণ কৃত ধলঘাটা মৌজার বি.এস ৪৫৯ খতিয়ানের বি.এস দাগ-৬০৩৫,৬০৩৭ ,এবং বিএস ৪৯৮ খতিয়ানের ৬০০৮,৬০১১ দাগের রেকড়ীয় ভুমির মালিক মৃত এমদাদ মিয়ার ছেলে।
জমি কয়লা বিদ্যুৎ এর জন্য অধিগ্রহণ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে শ্রমিকের কাজ নেয় নামে উদ্দীন। নিহত নামে উদ্দীন মাতারবাড়ী ইউনিয়নের মগড়েইল গ্রামের অধিবাসি ছিলেন।
স্থানীয় শ্রমিকরা জানান, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত পেন্টাওশান কো:লি:এর বালির ডাম্পারটি ১০নাম্বার পোল্ডারে বালি বহন কাজে নিয়োজিত ছিল। ওই ১০ নাম্বর পোল্ডারে শ্রমিক নাজেম উদ্দীন ডাম্পারে আনা বালির কাজ করছিল। তারা আরো জানান কাজে নিয়োজিত থাকা নাজেম উদ্দীন বুজে উঠার আগেই প্রথমে ডাম্পারটি ফিছন দিকে গ্যার দিয়ে শরীরে সাথে লেগে পা পিষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিম মারা যায়।
এব্যাপারে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত পেন্টাওশান কো:লি: এর আশিকুর রহমান এর কাছে ঘটনার বিষয়ে জানতে ব্যস্ততা দেকিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।