২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ভাংচুর মামলার আসামীর হাত দৌরাত্ম হওয়ায় রহস্যজনক কারণ

চকরিয়া উপজেলার ১৬নং ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং দক্ষিণ পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালেকা বেগম গত ২৪ অক্টোর ২০১১ সালে । তিনি স্ব-ইচ্ছায় চাকুরি থেকে অব্যাহতি দিয়ে পানি উন্নয়ন বোর্ডে চাকুরি নেন। রিখিত আবেদনে তাহার পরিবর্তে অন্য একজন শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেনণ। তারই প্রেক্ষিতে গত ২ নভেম্বর ২০১১ সালে স্থানীয় ও জাতীয় পত্রিকায় শিক্ষক/শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা এ .জেড.এম.এ তাহের উদ্দিন এর ভাগ্নি অসহায় শারমিন আক্তার কানিজ পিতা: মৃত ইয়াকুব মিয়া, মাতা : মৃত আসমা খাতুন আবেদন করেন। এপর্যন্ত তিনি চাকুরিরত আছেন । কিন্তু রহস্যজনক কারণে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত মালেকা বেগম জাতির স্কুল কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষিকা হুমাইরা আজাদীর সাথে বাড়াবাড়ি শুরু করিলে এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে এবং ভাংচুরকৃত ছবিগুলো তার পা দিয়ে লাথি মেরে সবগুলো এলোপাতাড়ি করে ফেলে। এতে স্কুলের প্রধান শিক্ষিকা হুমাইরা আজাদী বাদী হয়ে গত ১৭/০৮/২০১৫ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যার জি.আর মামলা নং ৩৫১/১৫(প) । চকরিয়া থানার দায়িত্বরত কর্মরত মামলাটি আমলে নিয়ে ঘটনার সত্যতা পেয়ে আসামীকে আটক করে জেল হাজতে নিয়ে যায়। ঘটনার প্রতিৃতিগুলো সংশ্লিষ্ট আদালতে পেশ করেন। এখানে রহস্যজনক কারণে এ মামলার আসামী মালেকা বেগম চকরিয়া উপজেলার শিক্ষা অফিসারের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার নিয়োগ পেয়েছে। এতে এলাকার সচেতনের মহলের দীর্ঘ ৫ বছরে না করে এবং জাতির জনকের প্রতিকৃতি ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে কীভাবে সরকারী গেজেটে সহকারী শিক্ষিকার তালিকায় গেজেভূক্ত হয় ? যা রিংভং এলাকায় শিশুদের মুখ থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার ঝড় উঠেছে। হুমাইরা আজাদী জানায়, চকরিয়ার শিক্ষা অফিসার ও স্থানীয় কিছু প্রভাবশালী এ অসতি মেয়েকে সহযোগিতা করিয়াছে। আমি শিক্ষামন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছি। হুমাইরা আজাদি জানান, নিয়োগতকৃত শিক্ষিকা শারমিন আক্তার কানিজ বর্তমানে মানসিক ভাবে অসুস্থ থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগের বিষয়ে জোরালোভাবে আবেদন জানালেও তিনি মনযোগ দিতে পাচ্ছে।এলাকাবাসীর একটা দাবী নিয়োগকৃত অসহায় মেয়েটিকে সরকারী গেজেটে সহকারী শিক্ষকে তালিকাভূক্ত করা । তাই নিয়োগকৃত অসুস্থ শিক্ষিকা ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।