১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

পিএমখালীতে বীজতলা নষ্ট করে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছাকাছি এলাকা পিএমখালীতে এক ব্যক্তি দখলীয় জায়গা দখলে নিতে গভীর রাতে বিজতলা নষ্ট করেছে স্থানীয় একদল ভুমিগ্রাসী চক্র। গতকাল বুধবার রাতে পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে ভুক্তভোগী প্রবাসী রমজান আলীর ছোট ভাই এহসানুল হক বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

রমজান আলীর পক্ষে এহাসানুল হক দাবি করেন, জুমছড়ি এলাকায় তার বড় ভাই প্রাবাসী রমজান আলীর গংয়ের ২দাগে ৩৮ শতক জমি ভোগ দখল করে আসছিল। জমির মূল্য বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত শরিয়ত উল্লাহ’র ছেলে দিদারুল আলম (৩৮), আনছারুল আলম(৩৮), মৌলানা নুর আহমদ (৫০), এরশাদুর রহমান (৩৫) নেতৃত্ব একদল ভুমিগ্রাসী চক্র গত সপ্তাহ খানেক ধরে দখলের চেষ্টা করে আসছে। তার ধারাবাহিকতায় বুধবার রাতে দখলের উদ্দ্যেশে ১১শতক জমির বিজতলা নষ্ট করে ওই চক্রটি।

স্থানীয় বর্গা চাষি উবাইদুল করিম জানান, প্রবাসী রমজান আলীর ১১ শতক জমিতে গত ১০ দিন আগে ধান রোপন করেছিলাম। ওই জমি দখলে নিতে রাতের আধাঁরে তার রোপিত ধান নষ্ট করে ফেলে।

স্থানীয় মেম্বার মোহাম্মদ আলম জানান, প্রবাসী রমজান আলী প্রকৃত জমি মালিক। দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে জমিটি। কিন্তু এলাকার একটি ভুমিগ্রাসী চক্র ওই জমি দখলের চেষ্ট চালিয়ে আসছে।

কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।