২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

টেকনাফে বাস ও অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহি বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে  ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গতকাল রোববার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ জয়নাল (৩৫) এবং একই এলাকার রাহামত উল্লাহ এর ছেলে মোহাম্মদ মামুন (২৫)।
এদের মধ্যে জয়নাল দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির মালিক এবং মামুন গাড়ীটির চালক।
আহতরা হল, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ আবছার (২৮) এবং তার স্ত্রী জোবাইদা (২৩)। নিহত ও আহতরা সকলে অটোরিকশার যাত্রী।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মনিরুল বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি এ সালাম পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় ৪ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছে। “
নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মনিরুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।