১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জেলা ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারের মুক্তির দাবিতে বিক্ষোভ


জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজপথের ত্যাগী নেতা মোনাফ সিকদারের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী। বিক্ষোভ মিছিলটি হোটেল পালংকি চত্বর শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা ছাত্রলীগের কার্যালয় চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল হক সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহামদ, সাবেক সহ-সভাপতি রিয়াজ মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ও রাজপথ কাঁপানো নেতা। দলের দু:সময়ে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সাথে লড়াই করে দলের অগ্রযাত্রায় কাজ করেছেন। দলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। একটি ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলায় এমন ত্যাগী নেতাকে গ্রেফতার করা মেনে নেয়া হবে না।
বক্তারা আরো বলেন, কামাল হত্যার সাথে মোনাফের কোন ধরণের সম্পৃক্ততা নেই। এটা দিবালোকের মতো স্পষ্ট। পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমুলকভাবে তাকে মামলায় আসামী করা হয়েছে। পুলিশও কতিপয় নেতাদের ইন্ধনের মোনাফের মতো ত্যাগী নেতাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছেন। ওসি আসলাম হোসেন রহস্যজনক অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করেছেন। তাই আমরা প্রত্যাহার দাবি করছি।
নেতারা বলেন, মোনাফ সিকদারকে নি:র্শত মুক্তি দিতে হবে। না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সে সময় কক্সবাজারের শান্ত পরিবেশ অশান্ত হলে তার জন্য পুলিশ দায়ী থাকবেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মুন্না, শহর ১২ নং ওয়ার্ডেও সাাধারণ সম্পাদক আবদু শুক্কুর, সেচ্ছাসেবক লীগ নেতা যথাক্রমে- মোবারক হোসেন সরওয়ার, যুবলীগ নেতা আবদুল কাদের, লুতু মিয়া, লিটন, আরফাত, ছাত্রলীগ নেতা শাহেদ পাভেল, ছাত্রলীগ নেতা ছলিম উল্লাহ, আবদুল কাদের, খুরুস্কুলের সাবেক ছাত্রলীগ নেতা রমজান আলী, বর্তমান ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন, মো. রমজান, মো. ফয়সাল, মুজিব, ফরিদ, জামাল, নুরুল আমিন, রহমত, মিজান, শাহেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।