১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

ঈদগড় রেঞ্জের বন বিটে উপকারভোগী নির্বাচন কমিটির যাচাই বাছাইয়ের সভা অনুষ্টিত

photo baishari
কক্স্রবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় বন রেঞ্জের বাইশারী বন বিটে সামাজিক বনায়নের উপকারভোগী নির্বাচন কমিটি কর্তৃক  যাচাই বাছাইয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৬এপ্রিল) সকালে বাইশারী বন বিট কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্রবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগড় বিট কর্মকর্তা শামশুল আলম সরকার, সাংবাদিক আব্দুল হামিদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা রওশন আরা, বিট কর্মকর্তা এমদাদুল হক, গর্জনিয়া ১ নং  ওয়ার্ড ইউপি সদস্য ফেরদাউছ আলী প্রকাশ ফিরোজ মেম্বার, সামাজ সেবক নুরুল ইসলাম সওদাগর, ইউনুচ মাতব্বর, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াহিয়া চৌধুরী।
এছাড়া নির্বাচন বাচাই কমিটির শতাধিক উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন বাচাই কমিটি ও উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন বলেন, কমিটি যাছাই বাচাই কালে যেন নিরপেক্ষ ভুমিকা পালন করেন এবং বিগত দিনে যারা উপকারভোগীদের তালিকায় রয়েছে তারা যেন পুনরায় সুযোগ নিতে না পারে সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি আরো বলেন, উপকারভোগীরা যেন এতিম অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী, মুক্তিযোদ্ধ্,া শহীদ পরিবার এবং অনগ্রসর অসহায় লোকজন হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখার কথা উল্লেখ করেন। বাইশারী বন বিট কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় উপকারভোগী মৌ:আব্দুর রহিমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন ঈদগড় বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।