১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, চট্টগ্রাম থেকে আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক ধারাবাহিক অপহরণের ঘটনার মধ্যে এক যুবক নিজকে অপহরণের নাটক সাজিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথা ভাঙ্গা এলাকার করিম উল্লাহর নুরুল আফসার (২৭) নামের এই যুবক নিখোঁজের ঘটনায় গত ৩০ মে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ভাই নুরুল কাইসার। রবিবার (৪ জুন) সকালে এই আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ টেকনাফ থানায় নিয়ে এসেছেন।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ৩০ মে সাধারণ ডায়েরি করে জানানো হয় নুরুল আফসার ২৭ মে নিজ বাড়ি থেকে শামলাপুর বাজারে পিতার গরু বিক্রি বাবদ পাওয়া টাকা আনতে যান। এরপর থেকে নুরুল আফসার নিখোঁজ রয়েছে। সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার পরে তদন্তকালিন সময় নুরুল আফসারের নিজস্ব ফোন থেকে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানানো হয় আফসারকে অপহরণ করা হয়েছে এবং ৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

ওসি জানান, পুলিশ তদন্তকালিন সময় প্রযুক্তির ব্যবহারে আফসারের ফোন নম্বরের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে নিশ্চিত হতে পারে। এরপর চট্টগ্রামের বদ্দারহাট এলাকার আবাসিক হোটেল মরিয়মে গিয়ে আফসারের অবস্থান এবং ফোন নম্বর পাওয়া যায়। এসময় সিসিটিভির ফুটেজেও দেখা মিলে আফসারের। রবিবার আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে টেকনাফে আনা হয়েছে।

আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার স্বীকার করেছে স্বেচ্ছায় আত্মগোপনে নিয়ে অপহরণ নাটক করে পরিবার থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন তিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।