৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’

১০ কেজি আলুর দামে এক কেজি চাল!

অবিশ্বাস্য হলেও সত্য রংপুরে এখন ১০ কেজি আলুর দামে মিলছে এক কেজি চাল। গত মৌসুমে আলুর বাজার মূল্য বেশি হওয়ায় আলুচাষীরা লাভবান হয়েছিল। বাড়তি দামের আশায় এবার রংপুর অঞ্চলে ব্যাপকহারে আলুর চাষ হয়।

আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। চাহিদার তুলনায় দ্বিগুণ আলু বাজারে চলে আসাকে দাম পড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। বাজারে এখন প্রতি কেজি আলু ৪-৫টাকায় পাওয়া যাচ্ছে। প্রথমদিকে বাজার ভালো থাকলেও হঠাৎ আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে যায়।

এদিকে এবার ধানের মূল্য ভালো যাচ্ছে রংপুরে। গত মৌসুমে কৃষক ধানে লোকসান দিলেও এবারে দাম বাড়ায় কৃষক কিছুটা পুুষিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। রংপুরে চাল প্রতি কেজি প্রকার ভেদে ৩৬ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় এখন রংপুরের হাট-বাজারে এক কেজি চালের দামে ১০ কেজি আলু পাওয়া যাচ্ছে।

আলু এখনও হিমাগারে সংরক্ষণ শুরু হয়নি। আগামীতে বাজারে আলু সরবরাহ আরও বেড়ে যাবে, তখন দাম আরও পড়ে যাওয়ায় শংকায় কৃষক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।