২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

হাসান কামরুলের ‘হ্যালুসিনেশন-বিষাদ পর্ব’

লেখক: হাসান কামরুল


দোহাই লাগে তোমার,ভুলে যাও কাটা ক্ষতের কথা।

আমাকে কাটলে রক্ত পড়ে না।
কিছুটা  জল আসে চোখে,ও ধর্তব্যে নয়,
তাতে আহামরি কিছু যায় আসে না।
পৃথিবীজোড়া জলের প্রাচূর্যে এ খুব সামান্য।
এই দেখো,তোমার সামনেই হাতের তালুতে
ছুরি চালিয়ে দিলাম।
দেখেছো,একফোঁটা ঝরেনি।
এখানে ক্ষত হয়েছে,কিন্তু দেখো,
কেমন মূহুর্তে ভরাট হয়ে গেছে কাটা স্থান,
আমার স্বাভাবিক জীবনযাত্রায় এটা কোন ব্যাপার না।
যাদের এতোকাল  জেনে এসেছো রক্তাক্ত ইতিহাসের বলী,
আমি তাদের থেকে আলাদা।
তাকিয়ে দেখো, শরিরের দৃশ্যমান অংশে
আমার কোন সনাক্তকরণ চিহ্ন নেই।
দোহাই লাগে তোমার, ভুলে যাও।
শৈশবে পড়ে আসা ঋতু বৈচিত্র,গোলাপবাগ মাঠ,
হুমায়ুন সাহেবের বাড়ি রেলগেট, ব্রাহ্মণচিরন,টিকাটুলি।
সময় বদলে বদলে এখন আমি বিলম্বিত গানের সুর,
এখন শুধুই শীত গ্রীষ্ম আর বর্ষা।
নেই,বসন্ত বলে আর কোন ঋতু নেই ।
এখন সারা বছর জুড়ে তেজপাতা রঙ জীবন,
এর নাম হতে পারে বিষাদ।
লেখকঃ
হাসান কামরুল,
প্রকৌশলী, উন্নয়নকর্মী, অভিনেতা ও আবৃত্তিকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।