২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

রামুর বৌদ্ধ মন্দির পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রতিনিধি দল

Bicar poti

কক্সবাজারের পর্যটন উপ-শহর রামু পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮ বিচারপতি। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শনা ভাবনা কেন্দ্রে নির্মিত দেশের সর্ববৃহৎ সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের এ আট বিচারপতি।
বিচারপতি এ,এফ,এম আবদুর রহমের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে এ প্রতিনিধি দলে ছিলেন বিচারপতি জিনাত আরা, মো. আশফাকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, ভবানী প্রসাদ সিংহ, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. জামাল ইসলাম।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কক্সবাজার বার্তা নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া।
দৃষ্টিনন্দন সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন বিচারপতিরা। এ সময় ৮ সদস্যের বিচারপতি প্রতিনিধি দল বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুণাশ্রী থেরর সাথে কুশল বিনিময় করেন।
এর আগে ৮ সদস্যের বিচারপতির প্রতিনিধি দলটি রামকুট জগতজ্যোতি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছুলে তাঁদেরকে অভ্যর্থনা জানানো হয়। সেখানে তারা বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতিসেন থেরর সাথেও কুশল বিনিময় করেন বিচারপতি প্রতিনিধিদল। ঐতিহাসিক এ তীর্থ স্থান পরিদর্শন শেষে জগতজ্যোতি ওয়েল ফেয়ার হোমও পরিদর্শন করেন দেশের শীর্ষ বিচারপতিরা।
এ সময় রামু সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েস, শিক্ষানুরাগী প্রসূন বড়–য়াসহ সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।