১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

রামুর বিএনপির তিন শীর্ষ নেতার আওয়ামীলীগে যোগদান

received_1818647488393484
কক্সবাজারের রামুতে বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য, জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএম নুরুচ্ছাফা ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপি নেতা আওয়ামীলীগে যোগদান করেছেন। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আওয়ামীলীগে যোগদেন।
গতকাল মঙ্গলবার (১নভেম্বর) রাত ৮ টায় রামু এভারেষ্ট টিচিং ইনষ্টিটিউট (কেজি স্কুল) মিলনায়তনে উৎসব মুখর এক অনাড়ম্বর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বিএনপির জালাও-পোড়াও রাজনীতির প্রতি ঘৃনা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগি রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েই বিএনপির নেতা কর্মীরা আজ দলে দলে আওয়ামীলীগে যোগদান করছেন। তারই ধারাবাহিকতায় রামুতে বিএনপির তিন জনপ্রিয় নেতা আজ আওয়ামীলীগে যোগদান করলো। তাদের যোগদানের কারনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আরো সক্রিয় ভুমিকা রাখবে। তিনি বলেন, আওয়ামীলীগ প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা বলেই আওয়ামী রাজনীতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি থেকে তারা আওয়ামীলীগে যোগদান করছেন। ঐক্যমতের ভিত্তিতে রামু-কক্সবাজারের উন্নয়নে আমরা এক সাথে কাজ করে যাবো বলে এমপি কমল উল্লেখ করেন।
প্রবীন আওয়ামীলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, মহিলা বিষয়ক সম্পাদক মুসরত জাহান মুন্নি, রামু উপজেলা আওয়ামীলীগ নেতা তরুণ বড়–য়া, মাষ্টার ফরিদ আহমদ, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান সামশুল আলম, কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রনধীর বড়–য়া, মুক্তিযোদ্ধা মাষ্টার গোলাম কাদের, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, মুক্তিযোদ্ধা মমতাজুল হক, মুক্তিযোদ্ধা বেন্টু মোহন বড়–য়া, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা মোক্তার আহমদ, মুক্তিযোদ্ধা সুশীল বড়–য়া, মুক্তিযোদ্ধা সুকেন্দু বড়–য়া।
এতে অন্যান্যদের মধ্যে প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী মেম্বার, কবি এম. সুলতান আহমদ মনিরী, জেলা যুবলীগ নেতা মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কর, রামু সৈনিকলীগের সাবেক সভাপতি মোঃ ইউনুচ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, মাসুদর রহমান মাসুদ, জেলা মৎসজীবিলীগ নেতা আনচাররুল হক ভুট্টো,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, রামু ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।