১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

রামুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭): ফাইনালে আজ ফতেখাঁরকুলের মুখোমুখি ঈদগড়

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনালে আজ সোমবার মুখোমুখি হচ্ছে ফতেখাঁরকুল বনাম ঈদগড় ইউনিয়ন ফুটবল দল।

গতকাল রবিবার (১৮ জুন) রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্ণামেন্টের দুটো সেমিফাইনাল খেলা। সকাল সাড়ে ১১টায়  অনুষ্ঠিত সেমি ফাইনালের প্রথম খেলায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে গর্জনিয়া ইউনিয়ন ফুটবল দলকে এবং বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় খেলায় ঈদগড় ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে দক্ষিণ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে।
খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম ও মো. আলী হোসেন রেফারি, মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল, নেজাম উদ্দিন সহকারি রেফারির দায়িত্ব পালন করেন।
অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় অতিথি ছিলেন, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আকিনূর জামান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ টুর্ণামেন্ট পরিচালনা করছে, রামু উপজেলা ক্রীড়া সংস্থা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।