২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

পর্যটন শহরের স্বাস্থ্যখাতে নবদিগন্তের সূচনা

মেয়র মুজিবের প্রচেষ্টায় উদ্বোধন হলো ‘পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র’

সংবাদ বিজ্ঞপ্তিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে শুভ উদ্বোধন হয়েছে ‘পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র’। এর মধ্যদিয়ে জেলা শহরের উন্নত স্বাস্থ্যখাতে আরো একটি নবদিগন্তের শুভ সূচনা হলো। মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরই আন্তরিক প্রচেষ্টায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বহুল প্রত্যাশিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্র আনুষ্ঠানিক রূপ পায়। সেবাকেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে পৌরসভা মিলনায়তনে বর্ণাঢ্য এক সভা অনুষ্ঠিত হয়। মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রিপন চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পুঁ চ নু।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির। এসময় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরসহ পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পুঁ চ নু এবং সিভিল সার্জনসহ অতিথিবৃন্দ।


এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডা. পুঁ চ নু বলেন, “পৌরসভা কার্যালয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা সত্যিই বিরল। এটি কেবলই নবনির্বাচিত মেয়র জননেতা মুজিবুর রহমানের নির্বাচন প্রতিশ্রুত সাফল্য নয়, এখানে দেশপ্রেম ও কল্যাণময় মানবসেবার সুন্দর মানষিকতাও কাজ করেছে। তাই এমন মেয়র পেয়ে পৌরবাসী আজ ধন্য। আসুন আমরা সকলে মিলে মেয়র মুজিবুর রহমানকে সহযোগিতা করি-সবার সহযোগিতা পেলেই তিনি পর্যটনের রাজধানী কক্সবাজারকে একটি স্বাস্থ্যকর শহরে পরিনত করতে পারবেন।”
পরিশেষে সভাপতির বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র মুজিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।