২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

মিশা-জায়েদের ১ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা

কর্পোরেট স্পন্সর, সরকারি তহবিল, ও দাতাদের সহযোগিতা স্বল্পসময়ে ১ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করেছে মিশা-জায়েদ প্যানেল। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে মিশা সওদাগার-জায়েদ খান প্যানেল ২১টি ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচিত হলে যার প্রতিটি পালনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে এই প্যানেল।

ইশতেহারে উল্লেখযোগ্য বিষয় হলো- নূতন সদস্যদের ক্ষেত্রে আবেদন ফরমের মূল্য দশ হাজার টাকার অধিক হওয়া উচিত নয় বলে মনে করে বিগত সময়ে ২৫ হাজার টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করেছেন তাদেরকে বাকি টাকা ফেরত দেয়া হবে। বিনা মুল্যে প্রতিদিন ডায়বেটিক ও প্রেশার মাপাসহ সাপ্তাহিক চিকিৎসক নিয়োগ করে সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা

শিল্পীদের পাওনা সম্মানী পরিশোধের ক্ষেত্রে কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করে, ছবি সেন্সরের আগে শিল্পী সমিতির ছাড়পত্র আবশ্যকীয় করা হবে এবং সেন্সর বোর্ডে শিল্পী সমিতির সদস্য অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ঈদ, পুজা ও বড়দিনের মতো ধর্মীয় উৎসবগুলোতে উৎসব ভাতা প্রদান। সদস্যদের আবাসন সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাওয়া। কন্যাদায়গ্রস্থ সদস্যদের কন্যা বিবাহের অনুকুলে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

অভিনেতা রিয়াজ এই প্যানেল থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচন করছেন। তিনি এটাকে ডায়নামিক ইশতেহার হিসেবে অভিহিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।