১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

মহেশখালীতে ২কোটি ১৩লক্ষ টাকা ব্যয়ে কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন

মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্ভোধন করেছেন এইউএনও (1)

মহেশখালীতে কর্মসৃজন প্রকল্পের আওতায় ৫১টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। ২৫শে এপ্রিল সকাল ৯টায় মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে এ কাজের শুভ উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল আলম সাকিব। ২কেটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা ৮টি ইউনিয়নের ২৬৬৪ জন নারী পুরুষ এ কর্মসৃজন প্রকল্পের কাজের সুযোগ পাবে।২৫ শে এপ্রিল থেকে ৪০দিন ব্যাপী ৫১টি প্রকল্পে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সকল শ্রমিক দৈনিক ২শত টাকা করে পারিশ্রমিক পাবেন। সকাল ৭/৮ থেকে দৈনিক ৭ঘন্টা কাজ করার নীতি মালা রয়েছে এ প্রকল্পে। ৫১টি প্রকল্পের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নে ৫টি প্রকল্পে ৩২২জন,ধলঘাটায় ৩টি প্রকল্পে ২৪৮জন, কালারমারছড়া ৯টি প্রকল্পে ৩৫৪জন,হোয়ানকে ৯টি প্রকল্পে ৪০২জন,বড় মহেশখালীতে ৪টি প্রকল্পে ২৮০জন, কুতুবজোমে ৭টি প্রকল্পে ২৮০জন, শাপরাপুরে ৯টি প্রকল্পে ৪৪৫জন, ছোট মহেশখালীতে ৫টি প্রকল্পে ৩৩৩জন শ্রমিক বরাদ্ধ পেয়েছে।
পূর্বের অনেক ট্যাগ অফিসারকে পরিবর্তন করে এবারে কর্মসৃজন প্রকল্পে নতুন করে ইউনিয়ন ভিক্তিক ট্যাগ অফিসারে দায়িত্ব দেওয়া হয়েছে। মাতারবাড়ী ইউনিয়নে দয়িত্ব পেয়েছেন উপজেলা আনচার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম,ধলঘাটায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজির হোসেন, কালারমারছড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল করিম,হোয়ানকে উপজেলা পজীব কর্মকর্তা রুপজ খিসা, বড় মহেশখালীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল , কুতুবজোমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নেবুলাল দত্ত ,শাপলাপুরে উপজলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহাম্মদ,ছোট মহেশখালীতে উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের বলেন, ৫১টি প্রকল্পের কাজ শতভাগ নিশ্চিত করতে বিভিন্ন ভাবে কাজের মনিটরিং করা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এই প্রকল্পগুলো বর্ষার আগে দ্রুত সম্পন্ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব বলেন, সরকারের গৃহীত প্রকল্প সমূহের কাজ বাস্তবায়ন করা হলে গ্রামীণ সড়কের স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সাধারণ লোকজন চলাচলে সহায়ক হবে । মহেশখালীর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে। শ্রমিকরা কাজের মাধ্যমে তাদের পারিশ্রমিক বুঝে নিতে পারবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।