১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

‘মরহুম আবদুল হাই একজন বড়মাপের নেতা ছিলেন’

ukhiya Bnp pic
উখিয়া- টেকনাফ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, জেলা বিএনপির সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম আবদুল হাই একজন ন্যায় পরায়ন লোক ছিলেন। জাতীয়তাবাদী পরিবার তাঁর মৃত্যুতে একজন বড়মাপের নেতা এবং অভিভাবক হারিয়েছে।
তাঁর অকাল মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী দল বিএনপির নয়, এই জনপদের অপূরনীয় ক্ষতি হয়েছে।
আগামি এক যুগে এই রকম একজন যোগ্য নেতা সৃষ্টি হওয়া কঠিন ব্যাপার । সোমবার
হলদিয়াপালং বিএনপির আয়োজিত মরহুম আবদুল হাই’র প্রথম মৃত্যু বার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এই কথা বলেন। হলদিয়া উত্তর শাখা বিএনপির আহবায়ক ফজলুল করিম সিকদারের সভাপতিত্বে ও বিএনপির নেতা ডা: নাসির উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ প্রতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজি রফিক উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল আলম তৌহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, হলদিয়াপালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা আবদুল আজিজ মেম্বার, এস এম এনামুল হক, মীর্জা জহির রায়হান, সাইফুল সিকদার সাইফুল মেম্বার, উখিয়া যুবদলের সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, ছাত্রদল সাবেক সভাপতি আহসান উল্লাহ মনি, বিএনপি নেতা আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, রতœাপালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব খন্দকার, রাজাপালং দক্ষিনের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সিকদার, হলদিয়া ইউনিয়নের সেচ্ছাসেবকদলের সভাপতি জাফর আলম , সাধারণ সম্পাদক আনোয়ার, হলদিয়াপালং যুবদলের আহবায়ক এম মনজুর আলম। কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ এইচ জুনায়েদ।
আরও উপস্থিত ছিলেন হাফেজ গিয়াস, গিয়াস উদ্দিন, যুবনেতা সোহেল, বেলাল, মানিক, জিয়া, জয়নাল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস ছালাম মিস্ত্রি, সাধারণ সরওয়ার আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ডা: শামসুল আলম, ডা: ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবছার প্রমুখ।
মরহুমের রুহে মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করেন হাফেজ লোকমান।
প্রসঙ্গত: তিনি ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।