১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মন্ত্রী-এমপিদের ফেসবুক, টুইটারে পারদর্শী করতে প্রশিক্ষণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহারে পারদর্শী করতে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল রবিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রশিক্ষণ পরিচালক, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, প্রথম ধাপে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় সে সব বিষয়ে শেখানো হবে। এই প্রশিক্ষণে ৩০ জন সংসদ সদস্য অংশ নেবেন। তবে কারা কারা প্রথম দিনে থাকছেন তা তিনি জানাতে পারেননি।

প্রশক্ষিণ দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এই ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের প্রতিটি মানুষই ভোগ করছে। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক সংসদ সদস্যকেই ভালোভাবে এসব প্রযুক্তিগত দিক জানতে হবে। তাঁরা যদি জনগণকে না বুঝাতে পারেন তাহলে এটা হবে দুর্ভাগ্যজনক। আমরা আসলে তাঁদের সেটাই অবহিত করব। ’

জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, ‘দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনটি ধাপে দলের সব এমপিকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় তা শেখানো হবে। কী কী ধরনের পোস্ট জনগণের উদ্দেশে দেওয়া যেতে পারে সেসব বিষয়েও আলোচনা করা হবে। ’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রথম দিনের কর্মশালায় আওয়ামী লীগের এমপিদের প্রশিক্ষণ দেবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদরা। ‘

সূত্রে জানা গেছে, এর মূল উদ্দেশ্য ফেসবুক, টুইটারের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রচার চালানো। সেই সঙ্গে সময়ের প্রয়োজনে প্রযুক্তির সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।