১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রামু হাসপাতালে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

picsart_1480950793477
ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে।
ওই দিন জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে দুই পর্বে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান।
তিনি বলেন, ‘শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের জন্য তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো প্রয়োজন। তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি তাদের সেই সকল শাক-সবজি ও ফল খাদ্য খাওয়াতে হবে যাতে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ রয়েছে’।
‘আগামী ১০ ডিসেম্বর শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে, যেন কোনো শিশুই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে’।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যানবিদ পংকজ পাল, স্যনিটরী ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, ভারপ্রাপ্ত এম টি ইপি আই সুকুমার ধর, এনজিও প্রতিনিধি ইউনিসেফ পিএইচডির ফিল্ড কো অর্ডিনেটর নুরুল কবির, ব্রাক ম্যানেজার শংকর বাবু, মুক্তি কক্সবাজারের দুলাল বড়ুয়া, সঞ্চালক ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বিপ্লব বড়ুয়া। প্রথম পর্বে রামু উপজেলার সকল স্বাস্থ্যকর্মী ও ২য় পর্বে সুপারভাইজার তথা স্যাকমো, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যান পরিদর্শিকাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।