২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ   ●  বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা   ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পাগলীরবিলের নুরুল হাকিম ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক ইয়াবাসহ গ্রেফতার নুরুল হাকিম ইয়াবা পেটে নিয়ে প্রথমে কক্সবাজার থেকে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন নুরুল হাকিম (৩১) নামের এক যুবক। বিশেষ কায়দায় ইয়াবা বের করার পর বিক্রির জন্য ফরিদপুরে গিয়ে গ্রেফতার হন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার নুরুল হাকিম কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হাকিমকে ইয়াবাসহ টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

শামীম হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা পেটে নিয়ে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন। এরপর মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করেন। পরিষ্কারের পর পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।