১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?   ●  মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মনজুর মেম্বার প্যানেলের চমক   ●  সাংবাদিক মাহিকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল 

নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

Teknaf Pic-

হ্নীলায় আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য়দিনের খেলায় টেকনাফ নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩য়দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনৈা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ, মৌলানা শাকের আহমদ, সদস্য আবছার কামাল নোবেল, হাজী এমদাদ উল্লাহ, রাশেদ মাহমুদ আলী, ইব্রাহীম খলিল,বাহাদুর শাহ তপু, সোলতান আহমদ কালু, মাষ্টার জামিল আহমদ, আবুল কালাম আলম,আব্দুল খালেক প্রমুখ। পরে রেফারী লম্বা বাশিঁ বাজিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপূন্যে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও রক্ষণভাগের দৃড়তায় কোন দলই গোলের দেখা পায়নি। মধ্য বিরতির পর আবারো দূ‘দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে দর্শকদের টান টান উত্তেজনায় মাতিয়ে তুলে। কিন্তু রেফারী খেলার শেষ বাঁশি বাজালে কোন দলই গোলের দেখা না পেয়ে নিরাশ হয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু,সহকারী রেফারী সিরাজুল হক ও আলী হোসেন। ৪র্থদিনের খেলায় শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ বনাম লেদা আবু বক্কর স্মৃতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।