২২ মে, ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৩ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচনে সহিংসতায় যুবক খুন; বসতবাড়ি ভাংচুরের অভিযোগ    ●  এভারকেয়ার হসপিটালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন এখন কক্সবাজারে   ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক

কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার পৌরসভার উন্নয়নে আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি)’র আওতায় গুরুত্বপূর্ণ আরো তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। ৩০ এপ্রিল বিকালে এই উপলক্ষে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্বে করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কস্তুরাঘাট এলজিইডি ব্রীজ হতে বিমানবন্দর সড়ক পর্যন্ত সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের জন্য পিএম ইউ, ইউডিসিজিপি, এলজিইডি এবং কক্সবাজার পৌরসভার মেয়রের মধ্যে ডেফিনিট প্ল্যান (পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনা) স্বাক্ষরিত হয়েছে। রাস্তা ও দুটি ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়া কক্সবাজার পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রাথমিক নকশা এবং সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী বেলী হ্যাচারী মেরীণ ড্রাইভ সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের প্রাথমিক নকশা জেলা পর্যায়ের স্টেক হোল্ডারদের উপস্থাপন করা হয়েছে।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ রাশেদ উন নবী, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তফা মুন্সী, সহকারী প্রকৌশলী সোহেল রানা, পর্যটন হোটেল শৈবালের ব্যবস্থাপক হারুনুর রশীদ, ইউডিসিজিপি’র টিম লিডার রেমন্ড গারমি ও গো, মেজবাহ উল আলম, নাসিরুল আলম, নাসির উদ্দিন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।