১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

ঢাকায় যাচ্ছে ৬০ শিক্ষার্থী

Prothom-alo, 16-05-15

প্রথম আলোর ভাষা উৎসব ( ভাষা প্রতিযোগ) গতকাল শনিবার কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। চারটি ক্যাটাগরীতে প্রায় ৮০০ শিক্ষার্থী ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া ( প্রতিটি ক্যাটারীতে ১৫জন করে) ৬০ জনকে ঢাকায় জাতীয় উৎসবের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।
সকাল ৯টায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ভাষা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।
বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফায়েজুন্নেছা।
উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক মোকতার আহমদ, ইব্রাহিম খলিল, রামু বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, চকরিয়া অনুশীলন একাডেমীর প্রধান শিক্ষক মা. হানিফ প্রমুখ। সভায় সাঞ্চালনা করেন, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বন্ধুসভার সদস্যরা। উৎসবে গান পরিবেশন করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন ক্লোজ-আপ ওয়ান শিল্পী সাব্বির।
শেষে প্রতিটি বিভাগে ১৫ জন করে চারটি বিভাগে ৬০ জন শিক্ষার্থীকে ঢাকার জাতীয় উৎসবের জন্য বিজয়ী ঘোষণা করা হয়। এরা হলো-
ক-প্রাথমিকে বিজয়ী:
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের যাহীন নজরুল সায়র, আফতাহি ফাইরোজ, চকরিয়া অনুশীলন একাডেমির হাসনাইন বিল্লাহ আতিক, সাইদুল ইসলাম সামির, নাফিজ আলম, ফারজানা শারমীন নিঝুম, মোশারফ হোছাইন ওবাইদ, শারজিনা জান্নাত, মোন্তাকিম আকিব, কক্সবাজার কেজি স্কুলের রাসমিইয়া সোহা, ¯েœহা নন্দী, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির মিজানুর রহমান, উম্মে হাবিবা, গোলাম আজম, উ কো সল্লা বিদ্যা বিহারের প্রনয়দ্বীপ বড়–য়া।
খ-নি¤œমাধ্যমিকে বিজয়ী যারা:
চকরিয়া অনুশীলন একাডেমির মিসকাতুল ইসলাম, নাফিজা মাহজাবিন, শামীম আশরাফ ছিদ্দিক, আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম, আবু তামিম হাবিবি, আবদুল্লাহ আল মাহমুদ জামশেদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের যারীন তাবাচ্ছুম সুবাহ, আনিকা তাসনিম, নাফিয়া ফেরদৌসি মাওয়া, নাইমা সুলতানা, সানজানা সাফওয়াত স্বপ্নীল, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সুদীপ্ত সেনগুপ্ত, আল শাহরিয়ার মোস্তফা সামি ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের যারীন তাসনিম নোশিন।
গ-মাধ্যমিকে বিজয়ী যারা :-কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের উদয়ন পাল ধ্রুব, আকিল মো. তাহসিন, মোহাম্মদ ফারুখ রশীদ, মোজাহেদুর রহমান, সাইদুজ্জামান সিফাত, মাঈন উদ্দিন সিফাত, স্বরজিৎ দত্ত, রেয়েনা নাঈম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসনীম নাওয়ার, নাফিসা আহমদ নাওয়ার, পিয়ালী পাল, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্পিতা পাল, মেহজাবিন বিনতে তৌহিদ, বিয়াম ল্যাবরেটরী স্কুলের সিদরাতুল মোরসালিন ভাষা ও বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি মেহেদী হাসান অপি।
ঘ-উচ্চমাধ্যমিকে বিজয়ী যাঁরা :-
কক্সবাজার সরকারি কলেজের নিশাত নাওয়াল ইসলাম রাফা, ইশতিয়াক হাসান, স্বদেশ কর্মকার, দীপ্ত বিশ্বাস, প্রত্যয় বড়–য়া, আসমা তাজ, শেখ লুৎফুর রহমান তুষার, ফারিয়াল মৌমিতা মোস্তফা পুষ্পি, তাশমিলা তাশফি, ধৃতি চাকমা, কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেরা ফারজিন তৃপ্তি, কক্সবাজার সিটি কলেজের এস এম আদনান শাহরিয়ার সিফাত, আবদুল্লাহ আল মামুন, মেহেদি হাসান মারুফ, উখিয়া ডিগ্রী কলেজের আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নুর নিশান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।