১৮ এপ্রিল, ২০২৪ | ৫ বৈশাখ, ১৪৩১ | ৮ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

k9-640x480কক্সবাজারের কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা থেমে নেই। প্রতিদিনই কোন না কোন স্থানে অভিযান চালিয়ে আইন অমান্যকারীকে হাতেনাতে ধরে জরিমানা করে চলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী।

৯ নভেম্বর (বুধবার) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবলেরচর রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে বিদ্যালয়ের সভাপতি আবু তৈয়বকে ভ্রামমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের একটি কক্ষে স্কুলের সভাপতি আবু তৈয়ব দীর্ঘ দিন ধরে নিজ ব্যবসার মালামালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেখে দখল করে রেখেছিল। বিভিন্ন সময় কক্ষটি খালি করে দেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে বলা হলেও কর্ণপাত করেননি তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমানের এমনই একটি অভিযোগের ভিত্তিতে ৯ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালেহীন তানভীর গাজী বিদ্যালয়টি পরিদর্শন কওে অভিযোগের সত্যতা পেলে তৎক্ষনাৎ বিদ্যালয়ের সভাপতি আবু তৈয়বকে ডেকে পাঠান।

কিন্তু আবু তৈয়ব নির্বাহী ম্যাজিস্ট্রেটের ডাকে সাড়া না দেয়ায় সভাপতিকে দুই ঘন্টার আল্টিমেটাম দেন। এমন কি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি জায়গায় হাজির হয়ে মালামাল সরিয়ে না নিলে নিলামের ঘোষণা দিবেন বলে জানিয়ে দেন ম্যাজিস্ট্রেট ।

ফলে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও আবু তৈয়ব না আসায় সরকারী এবং স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ইরামত (দখল পুরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর সংশ্লিষ্ট ধারা অনুবলে ঐ স্থানে নিলাম ডেকে সর্বোচ্চ ডাককারী স্থানীয় আবদুল মাবুদকে ৩ লাখ ৭৫ হাজার টাকায় জব্দকৃত মালামাল নিলাম করে দেন এবং আবু তৈয়বকে তার পিতা জামাল উদ্দিনের জিম্মায় ১ হাজার টাকা জরিমানা করে মামলার হাত থেকে রেহাই দেয়া হয়।

এব্যপারে ইউএনও বলেন, বিদ্যালয়ের কক্ষ দখলের অভিযোগটি দীর্ঘ দিনের। সরেজমিন পরিদর্শনে তা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে জব্দকৃত মালামালগুলো স্থানীয় জন প্রতিনিধি ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। এমসময় সভাপতির বাড়ি থেকে বিদ্যালয়ের এক জোড়া নতুন ব্যাঞ্চ উদ্ধার করা হয়েছে বলে জানান।

এব্যপারে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক বলেন, বিদ্যালয়ের কক্ষ দখল করে রাখা মালামালগুলো সরিয়ে নেয়ার জন্য বিদ্যালয়ের সভাপতিকে বারবার বলা হয়েছিল। কিন্তু তিনি কোন ধরনের কর্ণপাত না করায় উপজেলা নির্বাহী স্যারকে বলে ব্যবস্থা নিয়েছি।

আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর ৭ নং ওয়ার্ডের এমইউপি মাহমুদুল করিম বলেন,আবু তৈয়ব বিদ্যালয়ের সভাপতি হওয়ায় জোর খাটিয়ে বিদ্যালয়ের কক্ষ দখল করে নিজের মালামাল রেখেছিল। আজ আমাদের সামনে ইউএনও স্যার ব্যবস্থা নিয়েছেন।

এদিকে ইউএনও আরো জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গত ৮ নভেম্বরও বড়ঘোপ-মগনামা ঘাট পারাপার ইজারাদার আবদু রশিদকে পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এক রিক্সা চালকের নিকট থেকে রিক্সা পারাপার বাবদ ১০০ টাকার বদলে ৩০০ টাকা নেয়ার অভিযোগ প্রমাণিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।