২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু   ●  স্বদেশ ফিরতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ   ●  মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার   ●  কক্সবাজারে হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিল ছাত্রলীগ   ●  রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার   ●  সুগন্ধা পয়েন্টের লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা   ●  সাংবাদিক রাশেদুল মজিদের উপর পুলিশের হামলা, এক সদস্যের তদন্ত কমিটি   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের ‘আসকারায়’ যত্রতত্র পার্কিং, কোটি টাকার বাণিজ্য   ●  কক্সবাজারে ট্রাফিক পুলিশের অনিয়ম-দূর্নীতি ও প্রকাশ্যে চাঁদাবাজি   ●  ড্রাইভিং পেশায় মহিলাদের সুযোগ দিলেন সেভ দ্য চিলড্রেন ও সিএনআরএস

কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার পরে সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলার ঢুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ মে) ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।
স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জেলে নিয়ে বিশ্বনাথসহ অন্য জেলেরা শনিবার সাগরে মাছ ধরতে যায় কুতুবদিয়ার রত্ন সেন দাসের এফবি সাগর নামে একটি ট্রলার। ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলারটি আবারো বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ মাঝিমাল্লা নিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর শোনেছি। ডুবন্ত ট্রলার ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।