১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর নতুন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের গতিধারাকে তরান্বিত করা সময়ের দাবি। তাই সংগঠনকে অধিকতর সুসংহত করতে নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, শহর শাখার সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।