১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

কক্সবাজার কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৯। ২৬ মার্চ সকাল ৮ টায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরপরই কলেজ শহীদ মিনারে কলেজ শিক্ষক পরিষদ, বিএনসিসি সেনা-নৌ, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ছাত্রী হোস্টেল, বিভিন্ন বিভাগ ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বাঁধন কুমার ঘোষের সঞ্চালনা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সামনে রেখে গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি জাতীয় কার্যক্রমের বিভিন্ন সেক্টরে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মিাণের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম এবং শিক্ষক পরিষদ সম্পাদক রনজিত বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারি অধ্যাপক আহমদ কবির। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নুরুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়–য়া, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শেখ দিদারুল আলম, ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। এছাড়াও ছাত্রদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।

এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের কর্মসূচির সমাপ্তি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।