২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

কক্সবাজারে মাঠে গড়াচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট

fffffffffffffffffff
পেশাগত ব্যস্ততার মাঝেও একটু বিনোদন, তাও সংবাদকর্মীদের। অবশেষে মাঠে গড়াচ্ছে স্বাধীনতা দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫। ২০ মার্চ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজারের সংবাদ সেবীদের অংশগ্রহণে এই ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখা এই ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করছে।  এদিকে আসন্ন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে এক প্রস্তুতি সভা ক্রীড়া লেখক সমিতির উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মীর্যা ওবায়েদ রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভাপতি এম.আর মাহবুব, সহ সভাপতি মাহবুবুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য শফি উল্লাহ শদি। উপস্থিত ছিলেন শাহ নিয়াজ, রাশেদ রিপন, শাহেদ ইমরান মিজান, আমিরুল ইসলাম রাশেদ, নুরুল আজিম নিহাদ, ইমরানুল হক, তারেকুল ইসলাম। সভায় উপস্থিত মতামতের ভিত্তিতে টুর্ণামেন্ট সূ-চারুভাবে সম্পন্ন করতে প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুকে আহবায়ক, বিসিবি সাধারণ পরিষদের সদস্য ও ডিএসএ যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদুকে সদান্য সচিব করে একটি ট্যাক্নিকেল কমিটি গঠন করা হয়। কমিটির তিনজন সদস্য হলেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, ডিএসএ সদস্য, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও ডিএসএ ক্রিকেট সম্পাদক জসিম উদ্দিন। এছাড়া টুর্ণামেন্টকে উপলক্ষ করে গঠিত উপদেষ্টা কমিটির সদস্যগণ হলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আয়াছুর রহমান, ক্রিকেট আম্পায়ার বিপ্লব কান্তি সুরেশ ও জাতীয় ক্রিকেটার আশরাফুল আজিজ সুজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।