১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

উন্নয়নের মাধ্যমে কচ্ছপিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে

Ramu News & pic 19.04

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বলেছেন, বিগত উপ-নির্বাচনে রামুর মানুষ যে ভালবাসা দেখিয়েছেন তার প্রতিদান দিতে আমি বদ্ধ পরিকর। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথমদিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিচ্ছে। শিক্ষার মানোন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের উপ-বৃত্তি প্রদানসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও ব্যাপক কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, মাঠ ভরাট ও শিক্ষক স্বল্পতা নিরসনের উদ্যোগ নেয়ার ঘোষনা দেন তিনি। উপজেলা চেয়ারম্যান রিয়াজ বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর পরামর্শক্রমে কচ্ছপিয়া ইউনিয়নসহ রামুর পূর্বাঞ্চলিয় এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে বালুভাসা খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহর মধ্যে দোছড়ি সেতুর দরপত্র আহ্বানের মাধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া কচ্ছপিয়ায় রাবার ড্যাম স্থাপন, সড়ক উন্নয়ন, ব্রিজ-কার্লভাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে কচ্ছপিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১নং গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজ উল আলম এসব কথা বলেন।
স্থানীয় আল-হেরা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মনিরুল হক জিহাদীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী। এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা ও রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছালামত উল্লাহ, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রাইমারী শিক্ষক ফরিদ আহমদ, সমাজসেবক নুরুল হক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মাঈন উদ্দিন খালেদ, পোয়াঙ্গেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক হেলালী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মহি উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মেম্বার, বিদ্যালয়ের দাতা সদস্য সালাহ উদ্দিন সিকদার, জয়নাল আবেদীন মেম্বার, আবু আনচারী মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।