১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

উখিয়া থানার দারোগা প্রিয়তোষ চৌধুরীর বিরুদ্ধে আসামির সাথে সখ্যতার অভিযোগ


উখিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) প্রিয়তোষ চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত আসামি সাথে গভীর সখ্যতার অভিযোগ তুলেছেন নিদানিয়া এলাকার আবদুল কাদের নামের এক ব্যক্তি। রবিবার আবদুল কাদের মামলা তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরীকে পরিবর্তন করে অন্য একজন তদন্তকারি অফিসার দেয়ার জন্য উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

আবদুল কাদের দাবি করেন, তার ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র মোবারক হোসেনকে স্থানীয় নুরুল ইসলাম ও জসিম উদ্দিন ব্যাপক মারধর করেন। এনিয়ে আবদুল কাদের বাদি হয়ে ২১ মার্চ কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি টিএফএ হিসাবে রুজু করার জন্য উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওসি ওই মামলাটি রেকর্ড করে উপ-পরিদর্শক প্রিয়তোষ চৌধুরীকে দায়িত্বভার দেন।

বাদির অভিযোগ,  রবিবার মামলা তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী আসামিদের তার গাড়িতে করে ঘটনাস্থল পরিদর্শনে যান। যার কারনে মামলা তদন্তকারি কর্মকর্তার প্রতি বাদির আস্থা নেই।
মামলাটি সঠিক তদন্তের স্বার্থে তদন্তকারি কর্মকর্তা পাল্টানোর দাবি জানান।

অভিযোগের ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরীর বক্তব্য নেয়ার চেষ্টা করে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।