১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

উখিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন উদ্যোগে মে দিবস পালিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জীপ-মাইক্রোবাস মিনিবাস চালক সমবায় সমিতি লিঃ, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‌্যালী, পেষ্টুন আলোচনা সভার মধ্যদিয়ে সকাল ১০ টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। উখিয়ার কোটবাজার, মরিচ্যা বাজার ও উখিয়া সদরের গুরুত্বপূর্ণ ষ্টেশন গুলোতে বিভিন্ন সংগঠন পৃথক ভাবে মে দিবসের অনুষ্ঠান পালন করতে দেখা গেছে। এ সময় নির্মাণ শ্রমিক সভাপতি নূরুল কবির ও সাধান সম্পাদক মোঃ ইউসুপের নেতৃত্বে শত শত নির্মাণ শ্রমিক কোটবাজার ও উখিয়ায় পৃথক ভাবে এ কর্মসূচী পালন করেন। উখিয়া উপজেলা জীপ মাইক্রো সমিতির শ্রমিকরা শতাধিক গাড়ীর বহর নিয়ে একটি র‌্যালী শ্রমিকরা উখিয়া উপজেলা সদর, কোটবাজার, মরিচ্যা ও পালংখালী এলাকা পরিদর্শন শেষে উখিয়া ডাকবাংলো মার্কেটস্থ সংঘঠনের অফিস কক্ষে এক আলোচনা সভা আয়োজন করে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ সভাপতি সোনা মিয়া ড্রাইভারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা জীপ মাইক্রো সমিতি শ্রমিক নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা জালাল উদ্দিন ড্রাইভার, বিশেষ অতিথি অত্র সমিতির সাবেক সাধারন সম্পাদক শাহ আলম কোম্পানী, উপদেষ্টা সদস্য বাহার উদ্দিন, বক্তব্য রাখেন, সহ সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কোষাধক্ষ্য নুর মোহাম্মদ বাদশা, সাবেক সহ সভাপতি মুজিবুল হক, সদস্য মোঃ ভুলু, জকির মিয়া, জিয়াউর রহমান জিয়া, নুরুল আলম, মনির আহম্মদ ড্রাইভার, ছৈয়দ আলম, সাহাব উদ্দিন, দৈনিক সৈকতের উখিয়া নিজস্ব প্রতিনিধি ও অনলাইন কক্সবাজার সময়, সিএসবি, খবর বিতান পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শুক্কুর মাহমুদ চৌধুরী, দৈনিক আমাদের সময় উখিয়া প্রতিনিধি, আবদুর রহিম সেলিম, দৈনিক মানবকণ্ঠ উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উখিয়া হোটেল শ্রমিকের সভাপতি মোঃ ছৈয়দ নুর ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম চৌধুরীর নেতৃত্বে একটি র‌্যালী ও আলোচনা সভার পূর্বে উখিয়া যাত্রী ছাউনিতে হোটেল শ্রমিকগণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে শ্রমিকেরা অংশ নিয়ে মে দিবসের তাৎপর্য ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সকল শ্রমিকের স্বার্থ রক্ষার্থে এক যোগে কাজ করার আহবান জানান।
এ দিকে গত ৬ মার্চ বালুখালী এলাকায় বিজিবির সাথে সংঘর্ষের ঘটনায় শ্রমিক নেতা অধ্যাপক নূরুল আমিন সিকদার ভুট্টো, সাধারন সম্পাদক তোফাইল আহম্মদ সহ ৭/৮ জন সদস্যদের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় আসামী করায় শ্রমিক নেতৃবৃন্দরা আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহার করে শ্রমিক নেতা ভুট্টোকে অব্যাহতি দেওয়ার দাবী জানান। অন্যথায় সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী কর্মসূচী হাতে নিয়ে উখিয়া-টেকনাফ সড়ক অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন শ্রমিক নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।