১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা   ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি

উখিয়ায় এক যুবকের আত্মহত্যা

1419405648_55191

উখিয়ার উপকূলীয় এলাকায় বড় ভাইয়ের সাথে ছোট ভাই অভিমান করে গভীর আরণ্যে গাছের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৯টার দিকে।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের মৃত নুর আহমদের পুত্র জহির আহমদ (২২) তার বড় ভাই ফরিদ আলম ও জমির উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি ও তার বিয়ের টাকার ব্যাপারে তর্কবির্তকের এক পর্যায়ে গত শনিবার সকালে অভিমান করে হাতে দা নিয়ে ঘর থেকে বের হয়ে রূপপতি খালের আগা নামক এলাকায় গহীন অরণ্যে বাটানা গাছের সাথে রশি পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই দিন জহির আহমদ সন্ধা বেলায় বাড়িতে না ফেরায় তার মা সালমা খাতুন ও তার আত্মীয় স্বজনরা খোঁজাখুজির পর না পেয়ে গতকাল সকাল ৯ টায় গভীর জঙ্গলে রূপপতি খালের আগাই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইনানী পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে আসে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, জহির আহমদ পৈত্রিক সম্পত্তির অধিকাংশ তার বড় ভাই ফরিদ আলম ও জমির আহমদ কৌশলে নামজারী খতিয়ান সৃজন করে হাতিয়ে নেয়। আগামী বৃহস্পতিবারে জহির আহমদের বিয়ের দিন ধার্য্য ছিল। এব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আলা উদ্দিন বলেন, ঝুলন্ত অবস্থা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। কিন্তু নিহত জহির কেন আত্মহত্যা করেছে তার মূল রহস্য তদন্তে উৎঘাটন হবে বলে তিনি আশা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।