২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক বিজ়য়   ●  মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই’র ১০তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশের অভিযানে গুলিসহ দু’জন গ্রেফতার   ●  তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব   ●  টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার   ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

উখিয়ার রাজাপালং অতিদরিদ্রদের কর্মসৃজ কাজ এগিয়ে যাচ্ছে

Ukhiya  Pic-21

উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী দ্বিতীয় পর্যায়ের কাজ গত শনিবার সকাল ৮ টা থেকে উপজেলা প্রশাসন স্ব-স্ব ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ট্যাগ অফিসারগনদের উপস্থিতিতে একযোগে ১ কোটি ১৭ লক্ষ ৩৬ হাজার টাকার কাজ শুরু হয়েছে। ইতি মধ্যে উখিয়ার ৪টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিলে¬াল বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকী বিল¬াহ। উক্ত প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অন্যান্য বারের চেয়ে এবারে শ্রমিকের উপস্থিতি বেশি। সে কারণে গত ৩ দিনে ব্যাপক কাজ হয়েছে বলে দাবী করেছেন।
জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭টি প্রকল্পের বিপরীতে শ্রমিক সংখ্যা ৪১৮ জন। উক্ত প্রকল্প গুলো হলেন তুতুরবিল ফজলের ঘোনা জামালের বাড়ি হইতে ছৈয়দের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, রাজাপালং বটতলী বড় জোরার ব্রীজ হইতে আলী আকবরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, মধ্যম ডিগলিয়া কবরস্থান হইতে পূর্ব চাকবৈঠা আলী আহমদের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, ভূইয়া পাড়া রাস্তা হইতে টাইপাল্রং রাস্তার মাথা পর্যন্ত রাস্তা সংস্কার, দক্ষিণ ফলিয়াপাড়া শাহজাহানের বাড়ি হইতে মধুরছড়া মাছকারিয়া খালের ব্র্রীজ পর্যন্ত, তুলাতলীপাড়া রেজুখালের ব্রীজ হইতে ঘুমধুম রাস্তার মাথা পর্যন্ত রাস্তা সংস্কার ও কুতুপালং নজুমিয়ার বাড়ির সম্মুখ হইতে মধুরছড়ার ব্রীজ পর্যন্ত রাস্তা সংস্কার। গতকাল মঙ্গলবার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাজাপালং বটতলী বড় জোরার ব্রীজ হইতে আলী আকবরের বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করে দেখা যায়, স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন ৪৩ জন শ্রমিকের উপস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রাস্তার সংস্কার কাজে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় এলাকাবাসী ইউপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, আমি অর্থহরিলুটের মানে বুঝি না। আমি শুধু বুঝি এলাকায় অবকাঠামো উন্নয়ন দরকার। উপজেলা ট্যাগ অফিসার ও মৎস্য কর্মকর্তা কেএম শাহরিয়া নজরুল বলেন, ইতিমধ্যে প্রকল্পে শ্রমিক উপস্থিতির হার একটু বেশি। উখিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা বাকী বিল¬াহ বলেন, ইতিমধ্যে ৩টি ইউনিয়নের কাজ পরিদর্শন করেছি। বাদ-বাকী গুলো শীঘ্রই পরিদর্শন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিলে¬াল বিশ্বাস বলেন, প্রকল্পের কাজ দেখেছি, তবে এখনো মন্তব্য করার সময় আসেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।