২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা   ●  ‘বনকর্মীদের শোকের মাঝেও স্বস্তি, হত্যার ‘পরিকল্পনাকারি কামালসহ গ্রেপ্তার আরও ২   ●  উখিয়া নাগরিক পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত   ●  আদালতে ফরেস্টার সাজ্জাদ হত্যার দায়স্বীকার সেই ডাম্পার চালক বাপ্পির   ●  ‘অভিযানে ক্ষুব্ধ, ফরেস্টার সাজ্জাদকে পূর্বপরিকল্পনায় হত্যা করা হয়’   ●  ফাঁসিয়াখালীতে পৃথক অভিযানে জবর দখল উচ্ছেদ, বালিবাহী ডাম্পার জব্দ   ●  অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’   ●  ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক সেই বাপ্পী পুলিশের জালে

উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার  হলদিয়া পালং এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে মো. আজিজুর রহমান (৪৬) নামক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  হলদিয়াপালং ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকায় এই ঘটনা ঘটেছে। আজিজুর রহমান পাতাবাড়ী এলাকার মো. আবদুল গফুরের ছেলে।
এ ঘটনায় পশ্চিম মরিচ্যা এলাকার মৃত মৌলভী মোজাফফর আহমদের ছেলে
মিজানুর রহমান (৩৬) ও মো. কায়সার (৪৫) এর বিরুদ্ধে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, মিজানুর রহমান ও মোঃ কায়সার পরস্পর আপন ভাই ও ভূমিদস্যু প্রকৃতির লোক। পশ্চিম মরিচ্যা এলাকায় আমার পৈত্রিক ওয়ারীশি ৩৬ শতক জোত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে।  সংবাদ পেয়ে জমি দেখা শুনার জন্য যাওয়ার পথে গত ২৬ মে দুপুরে হলদিয়া পালংস্থ পশ্চিম মরিচ্যা শফিক আহমদের বাড়ির পার্শ্বে রাস্তায় পৌঁছলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। খুন জখম করার তৎপর হলে নিরাপদ দূরত্বে সরে পড়ি। পরে আমার ব্যবহারের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করে। দেখে নিবে, খুন করবে বলে জানায়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজিজুর রহমান নামক ব্যক্তিকে হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।