২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ   ●  বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা   ●  কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত   ●  জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শনে মেয়র মাহাবুব   ●  উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা

ইসলামেরই বিশ্বমানবতার মুক্তি ও সফলতা, ইসলামের নিষ্কলুষ অনুসরণেই শান্তি আসতে পারে

 

Cox'sBazar Picture 25.05.2015 (Special)

সৌদি আরবের শীর্ষ আলেম, মসজিদে নববীর খতীব শাইখ ড. আলী আবদুর রহমান হোযাইফী বলেছেন, ‘গোটা বিশ্বে আজ অশান্তির দাবানল জ্বলছে। সকল মানুষই শান্তি ও সফলতার আলোকিত পথ অনুসন্ধান করছেন।’
তবে ড. হোযাইফী মনে করেন, ‘ইসলামেই রয়েছে বিশ্বমানবতার মুক্তি ও সফলতা। ইসলামের নিস্কলুষ অনুসরণ ছাড়া মানবতার শান্তি আসতে পারে না।’
তিনি এই কথা ‘আমাদের মনে রাখতে হবে’ বলেও মন্তব্য করেন।
সৌদি আরবের মদিনা সফররত বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। গত রোববার মসজিদের নববীর কাছে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
সৌদি সরকারের আমন্ত্রণের বাংলাদেশের এই প্রতিনিধি দলটি সৌদি আরব সফর করছেন। এই প্রতিনিধি দলে বাংলাদেশের বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, টেলিভিশন পরিচালক ও টিভি উপস্থাপক রয়েছেন।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য হলেন বিচারপতি এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন কমিশনার এম. আসাদুজ্জামান মিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও টক-শো বিশেষজ্ঞ মাহফুজ উল্লাহ, চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মামুন, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী, অধ্যাপক আবদুল মাবুদ, অধ্যাপক কুরবান আলী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।
প্রতিনিধি দলের সদস্য গাজী মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট ৫০ জন ব্যক্তিত্ব সৌদি আরব সফর করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।