২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?

হাতের কব্জির রগ কেটে মোবাইল-ল্যাপটপ ছিনতাই


নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় বাধা দিতে গিয়ে দুষ্কৃতিকারিদের ছুরিকাঘাতে একজনের হাতের কব্জির রগ কেটে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত জামাল আফরান (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ার মৃত ওবাইদুর রহমানের ছেলে। এসময় ছিনতাইয়ের শিকার হয়েছেন আহতের সহকর্মি মিথিলা হক। ভূক্তভোগীদের বরাতে রফিকুল বলেন, সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রামের উদ্দ্যেশে বাসে উঠতে রিকশা যোগে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল যাচ্ছিল জামাল আফরান ও তার সহকর্মি মিথিলা হক নামের এক তরুণী। পথিমধ্যে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছলে অটোরিকশা যোগে এসে একদল ছিনতাইকারি তাদের গতিরোধ করে। এসময় তাদের (ভূক্তভোগী) সঙ্গে থাকা দুইটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারিরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এসময় ছুরিকাঘাতে জামাল আফরানের বাম হাতের কব্জির রগ কেটে যায়। পরে ছিনতাইকারি ব্যাগ দুইটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর আনা হয়।

ভূক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুইটিতে তাদের ২ টি মোবাইল ফোন সেট, ১ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট ও ১ টি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মো. রফিকুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।