১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

সাগরে ভেসে যাওয়া দু’কলেজ ছাত্র উদ্ধার

৮৮৮৮৮৮৮

সাগরে গোসল করতে নেমে ভেসে যাওয়ার সময় দু’কলেজ ছাত্রকে উদ্ধার করলেন জেটস্কী। ১২ এপ্রিল সকালে সুগন্ধা বীচ পয়েন্ট সাগর থেকে তাদের উদ্ধার করা হয়। জানা যায়, গাজিপুরস্থ জাহাঙ্গীর বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র মুমিন হোসেন ও ইমাম হোসেন কক্সবাজার বেড়াতে এসে গতকাল ১২ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় সাগরে গোসল করতে নামে, গোসল করার সময় ঢেউয়ের টানে সাগরে ভেসে যায়। এ অবস্থা দেকে লিটন ও মিলনের মালিকানাধীন দু’টি জেট স্কী দ্রুত গিয়ে ভেসে যাওয়া দু’ছাত্রকে উদ্ধার করে কুলে ফিরিয়ে আনে। এতে তারা জীবনে রক্ষা পায়। জেট স্কী’র দু’চালক আবদুল ও খালেক জানান, এরা দু’জন সাঁতার কাটতে কাটতে ঢেউ পার হয়ে সাগরের গভীরে দিকে চলে যায়। পরে ফিরে আসার চেষ্টা করে পানিতে হাবুডুব খায়। এ অবস্থা দেখে তাদের জেট স্কী’র মাধ্যমে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দু’ছাত্র মুমিন ও ইমাম জেট স্কী’র চালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।