১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হতো’

­

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বললেন, সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হত। সাংবাদিকদের বেশকিছু প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন এই অভিনেতা। গত শনিবার দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। মারা যান অভিনেত্র-মডেল সনিকা সিং চৌহান। গুরুতর আহত হন বিক্রম। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। আজ আলিপুর আদালতে আগাম জামিন পান তিনি। তারপর সাংবাদিক বৈঠক করেন।

সেখানে বিক্রম বলেন, সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হত। সনিকার চলে যাওয়ায় তিনিও ভীষণভাবে আহত। এখনও মেনে নিতে পারছেন না সনিকার এই চলে যাওয়া।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিক্রম বলেন, দুর্ঘটনার দিন ক্লাব থেকে ফিরছিলেন তাঁরা। তবে সিট বেল্ট পরেছিলেন কি না এবং মদ্যপান করেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান। তিনি বলেন, পুলিশের কাছে সব জানাবেন তিনি। তারপর নিজস্ব আইনজীবী ও পুলিশের অনুমতি পেলে সংবাদমাধ্যমকেও সব জানাবেন।

দুর্ঘটনার পর সনিকার পরিবারের কাউকে খবর দেওয়া হয়নি কেন, তা জানতে চাইলে বিক্রম জানান, দুর্ঘটনার পর তাঁর বা সনিকার মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সনিকার পরিবারের কারও নম্বরও তাঁর কাছে ছিল না। তাই মোবাইল ফেরত পাওয়ার পর তিনি প্রথম নিজের বাবাকেই ফোন করে সব জানান।

খুব তাড়াতাড়ি কাজে ফেরার চেষ্টা করবেন বলেও জানান বিক্রম। শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়ায় বারবার সংবাদমাধ্যমের সামনে আসতে ভালো লাগছে না তাঁর। তবে যতটা সম্ভব সহযোগিতা করবেন তিনি। সংবাদিকদের উদ্দেশে বিক্রম বলেন, “কোথাও পালাচ্ছি না, এখানেই আছি। ”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।