২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত   ●  দুর্নীতির মডেল উখিয়া পল্লীবিদ্যুৎ! ডিজিএম বললেন- ‘ভেতরের খবর’ আপনাকে দিবো কেন?

রেখা, শচীনের পদত্যাগের দাবিতে সংসদে সরব একাংশ!

সংসদে গরহাজির থাকা নিয়ে শচীন এবং রেখা ফের কড়া সমালোচনার মুখে৷ সমাজবাদী পার্টি নেতা এবং সাংসদ নরেশ আগরওয়াল এবার তাদের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন৷ তিনি বলেছেন, একজন সাংসদের দায়িত্ব অনেক, তারা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে তাদের পদ থেকে সরে যাওয়া উচিৎ৷

এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংসদে গত পাঁচ বছরে এই দুই তারকার উপস্থিতির হার যথাক্রমে প্রায় আট শতাংশ এবং পাঁচ শতাংশ৷ এমনকি রাজ্যসভার কোনও বিতর্ক বা আলোচনায় এই পাঁচ বছরে দেখা পাওয়া যায়নি অভিনেত্রীর৷

২০১২-এর এপ্রিলে শ্চীন আইটি-র কমিটির সদস্য হন, অন্যদিকে রেখা ‘ফুড অ্যান্ড সিভিল সাপ্লায়েস’-এর সদস্য হন৷ গত পাঁচ বছরে শচীন ২২টি প্রশ্নের উত্থাপন করেছেন৷ একটি সংবাদ সূত্র থেকে বলা যায়, সংবিধানের ১০৪নম্বর আর্টিকল অনুযায়ী, সংসদের কোনও কক্ষ থেকে থেকে কোনও সদস্য ৬০দিন গরহাজির থাকলে তাঁর স্থানটি খালি বলে বিবেচিত হবে৷

তারকাদের এই গরহাজির থাকা নিয়ে এই প্রথম প্রশ্ন উঠছে এমনটা নয়৷ গত বছর ডেরেক ও’ব্রায়েন, গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়ের আলোচনায় রাজ্যসভার হেভিওয়েট সদস্যদে গরহাজির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ জানা গেছে, অতিথি পাওয়া যায় রেখাকে, তবে শচীন সেই অধরাই রয়ে গেছেন৷ ‌

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।