১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

রামুতে মানবপাচার বন্ধে জাগো নারী উন্নয়ন সংস্থার মানববন্ধন

ramu-pic-manabnndon-07.05.15-300x149
রামুতে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘জাগো নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মানবপাচার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।  বৃহষ্পতিবার (৭ মে) বিকাল পাঁচটায় রামু কেন্দ্রিয় শহীদ মিনার ও রামু প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তুরের নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাননপাচার বন্ধে জোর দাবি জানানো হলেও তা নিয়ে সরকার নিশ্চূপ ভূমিকা পালন করেছে। ফলে বর্তমানে সাগর পথে মালয়েশিয়া পাচারে শিকার অনেকে মৃত্যু বরণ করছে। অনেকে নিখোঁজ হচ্ছে। আবার অনেকে জীবন নিয়ে ফিরলেও সহায় সম্ভল হারিয়ে মানবেতর জীবন পার করছে।
থাইল্যান্ডে গণকবরে উদ্ধারকৃতদের অবিলম্বে শনাক্ত করে তাদের মধ্যে বাংলাদেশী থাকলে তাদের দেশে ফিরিয়ে আনার জন্যও মানববন্ধনে দাবি জানানো হয়।
মানববন্ধনে জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শিউলী শর্মা, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রামু শাখার সভাপতি ইউপি সদস্য স্বপন বড়–য়া, রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ, ইউপি সদস্য নুরুল হক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট রামু শাখার সহ-সভাপতি অপূর্ব পাল, ইউপি সদস্য আফসানা জেসমিন পপি, ইউপি সদস্য লায়লা বেগম, কল্লোল বড়–য়া, এনজিও কর্মী মর্জিনা আকতার, জিগার ইসমত সুইটি, পবিতা বড়–য়া, হুমাইরা আকতার, মুমতাহিনা আকতার মুন্নি, আজিজুল হক, ছৈয়দ নুর, মো. হাশেম, নিমাংশু বড়–য়া, সুরেশ বড়–য়া, সোনাধন বড়–য়া, রিপন বড়–য়া, আরাফাত হোছাইন অংশ নেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।