২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা   ●  উখিয়ায় কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত

রহমতের বরিষায় সিক্ত হওয়ার মাস রমজান

Ramadan_thereport24

 ২ রমজান শনিবার। মুমিনের সামনে এক অনাবিল সুযোগ নিয়ে বছর বছর ফিরে আসে এই মাস। মুসলিম উম্মাহ্‌র ভেতরে অভূতপূর্ব সাড়া পড়ে যায় এ মাসের আগমনে। তার আগমনী গানে সিয়াম সাধনার প্রস্তুতি গ্রহণ করে সকলে। আল্লাহ্ জাল্লা শানুহু অফুরন্ত সুযোগের দরজা উন্মুক্ত করে দেন মুমিনের সামনে। প্রকৃত রোজা পালন করে মানুষের মতো মানুষ হওয়া জরুরী। সেটিই স্পষ্ট হয় পবিত্র রমজানে। মাওলানা আলাউদ্দীন ইমাম রোজার তৎপর্য সম্পর্কে বয়ান দিতে গিয়ে উল্লেখ করেছেন, ‘আল্লাহ মুসলমানদের আল্লাহর বাহিনী তথা হিজবুল্লাহ ঘোষণা করে বলেন, উলায়িকা হিজবুল্লাহ। মানে মুসলমানগণ আল্লাহর বাহিনী। দুনিয়ার শাসকগণ যেমন তাদের বাহিনীকে প্রশিক্ষণ দেয় আল্লাহ্ও মুসলমান নামক তাঁর বাহিনীর চারিত্রিক, নৈতিক ও মানবিক গুণের বিকাশের জন্য মাসব্যাপী সিয়াম সাধনার মতো প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। যেন তারা লোভ, মোহের অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থেকে তাদের সব রকমের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারে। তাদের দ্বারা যেন কোনো ধর্ম-বর্ণের মানুষ নিগৃহীত ও নির্যাতিত না হয়। সব অঞ্চলের সকল রকমের সব ধর্মের মানুষ যেন ন্যায়বিচার পায়।’ আল্লাহ্ বলেন, ‘তোমরাই সর্বোত্তম জাতি, মানবতার উপকারের জন্যই তোমাদের বাছাই করা হয়েছে’ (আল-কুরআন)। মুসলমানগণ আন্তর্জাতিক খোদায়ী সৈনিক। এদের কাজ হচ্ছে মানব জাতিকে সকল অন্যায়, পাপ ও মানবতাবিরোধী কাজ থেকে মুক্ত করা। মানুষকে মানুষের গোলামী, প্রভুত্ব ও জুলুম, অত্যাচার থেকে মুক্ত করে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা। এর জন্য চাই লোভ, মোহমুক্ত মানবপ্রেমী একদল খোদাভীরু নিরপেক্ষ বাহিনী। তাই তাদের জন্য এই সিয়াম সাধনার প্রশিক্ষণ।’

রোজা আল্লাহ্‌র দেয়া একটি মৌলিক ইবাদত ও প্রশিক্ষণ। প্রতিটি মুসলিম নর-নারীকে অবশ্যই রোজা রাখতে হবে। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা, পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা। সাওম শব্দের অর্থ হল বিরত থাকা। সকল ধরনের অন্যায়, পাপাচার ও অপকর্ম থেকে বিরত থাকতে হয় বলেই রোজা সাওম অভিধায় আখ্যায়িত। সাওম মুসলমানদের আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় শুধু নাজায়েজ কাজ নয়, প্রয়োজনে কিছু কিছু জায়েজ কাজও বর্জন করতে উদ্বুদ্ধ করে। এটাই সাওমের মূল কথা। আল্লাহ্ বলেন, ‘হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যেন তোমরা তাকওয়া তথা খোদাভীতিপূর্ণ সংযমী জীবনে অভ্যস্ত হতে পার।’ [আল-কুরআন]। আল্লাহ্‌র নবী (সা.) বলেন, ‘যে মিথ্যা ও পাপাচার ত্যাগ করতে পারল না সে খানা, পানীয় ত্যাগ করায় আল্লাহ্‌র কোনো প্রয়োজন নেই।’ [আল হাদীস]। আল্লাহ্‌র নবী (সা.) আরও বলেন, ‘যে ঈমানদারী ও আত্মসমালোচনার সাথে রোজা রাখবে আল্লাহ্ তার আগের সব গুনাহ মাফ করে দিবেন।’ [আল হাদীস]।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।