১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

যাত্রাবাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান, ৪ জঙ্গি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যা ব। বুধবার ভোররাতের দিকে এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
গ্রেফতারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি (তথ্যপ্রযুক্তি) শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র্যা ব।
র্যা ব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র্যা ব। অভিযানে গ্রেফতার করা হয় চার জঙ্গিকে।
কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘গ্রেফতারকৃত চার জঙ্গির মধ্যে একজন আশফাক-ই-আজম ওরফে আপেল। সে একজন প্রকৌশলী। সে সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছি আমরা।’
গ্রেফতারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মুফতি মাহমুদ। তিনি জানান, অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন র্যা বের কমান্ডার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।