১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’   ●  ড. সজীবের সমর্থনে বারবাকিয়ায় পথসভা

মুক্তিযোদ্ধা নুরুল হকের পুত্রবধূ ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা নিরুর স্ত্রীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রোকেয়া আক্তার কেয়া। তিনি শহরের ৬নং ওয়ার্ড এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের পুত্রবধূ ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান নিরুর স্ত্রী। সোমবার দুপুরে কক্সবাজার নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে কক্সবাজার শহরের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে রোকেয়া আক্তার কেয়ার সমর্থনে নির্বাচনে অফিসে আসেন শতশত নারী-পুরুষ। পুরো ৬ নং ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে রোকেয়া আক্তার কেয়াকেই সমর্থন দিয়েছেন এলাকাবাসী।

কেয়া ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী রোকেয়া আক্তার কেয়ার স্বামী আসাদুজ্জামান নিরু দীর্ঘ বছর ধরে শহরের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে ঠিকাদার হিসেবে ১২ কোটি টাকার উন্নয়ন হয়েছে কক্সবাজার পৌর এলাকায়। সুতরাং তিনিই জানেন ৪,৫,৬ নং ওয়ার্ডে কোন কোন স্থানে উন্নয়ন করতে হবে।
তিনি আরও জানান,উচ্চ শিক্ষিত রোকেয়া আক্তার কেয়া কাউন্সিলর নির্বাচিত হলে ৪,৫,৬ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হবে। এবং নানান সমস্যা উত্তরনে মহিলা কাউন্সিলর হিসেবে অবদান রাখবেন। এই ওয়ার্ডগুলোতে সবার চাইতে রোকেয়া আক্তার কেয়াই নিরাপদ বলে মনে করছেন স্থানীয়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।