১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫


শিরোনাম
  ●  কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক নাজমুল   ●  ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা   ●  চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ;  ‘আমার কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে’   ●  নির্বাচন সুষ্ঠু করতে সবকিছু কঠোর থাকবে, অনিয়ম হলেই ৯৯৯ অভিযোগ করা যাবে   ●  উখিয়া -টেকনাফে শাসরুদ্ধকর অভিযানঃ  জি থ্রি রাইফেল, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৫   ●  রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে  তুলে নিয়ে   গুলি করে হত্যা   ●  যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিমের পিতৃবিয়োগ   ●  জোয়ারিয়ানালায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত রামু কলেজের অফিস সহায়ক   ●  রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে পুলিশের সহযোগিতায়  আসছে চোরাই গরু   ●  রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’

মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ জমির মালিকদের চেক দেওয়া শুরু করলেন জেলা প্রশাসক

shomoy
দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প  ককসবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে ১৪১৪ একর জমিতে ১২শত মে:ওয়াড ক্ষমতা সম্পন্ন ”মাতারবাড়ি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ” আওতায় পড়া ক্ষতিগ্রস্থ জমির মালিকদের  মধ্যে ৪২জন ব্যক্তিকে চেক প্রদান করেছেন নবাগত ডিসি আলী হোছাইন। ৩০মার্চ দুপুর ১২টার সময়  জেলা প্রশাসকের কার্যালয়ে । এসময় উপস্থিত ছিলেন এড.এ কে আহম্মদ হোছাইন জেলা আওয়ামীলীগের সভাপতি, নজরুল ইসলাম চৌধূরী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বষীয়ান নেতা, এ ডিসি শেখ ফরিদ আহম্মদ, এড.সিরাজুল মোস্তফা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক , মাতার বাড়ী ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরূ রুহুল,এড.মোস্তাক আহমদ , ভুমি অধিগ্রহন কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান প্রধানীয়া ,কানুনগো শ্রীমান ভট্র,কানুনগো আনোয়ারুল ইসলাম,কানুনগো বিজয় শংকর চাকমা, কানুনগো নীতিশ চাকমা, সাভেযার মনিরুজামান,সাভেয়ার রাসেল, সাভেয়ার নাজমুলসহ এল এ শাখায় কর্মরতরা।
আবেদন ও মিচ মামলা অনুযায়ী ওই মেগা প্রকল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ব্যক্তি মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রার শিক্ষক মাষ্টার নুর বকস কে ক্ষতিগ্রস্থর জমির চেক হাতে তুলে দিয়ে শুরু করেন চেক বিতরণ কাজ। ওই সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ এলাকার মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
চেক বিতরণের শুরুতে জেলা আওয়ামীলীগের সভাপতি এড.একে আহমদ হোছাইন তিনি তাঁর বকতৃতায় নবাগত ডিসি মহোদয়ের সুন্দর আয়োজনের মাধ্যমে চেক বিতরণ হওয়ায় ধন্যবাদ জানান এবং মাতার বাড়ির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ধর্য্যধরতে বলেন, পযায়ক্রমে সকল ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের কে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।